যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আফরোজা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে এই কমিটি করা হয়।
তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (অভয়নগর সার্কেল) জাহিদুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।
তদন্ত কমিটির সদস্যসচিব অভয়নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, যেহেতু পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে, সে কারণে পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা এই কমিটি তদন্ত করে দেখবে। পুলিশের কোনো সদস্যের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে পরবর্তীকালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত শনিবার গভীর রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নর্থবেঙ্গল রোড এলাকার জলিল মোল্লার স্ত্রী আফরোজা বেগমকে মাদকসহ আটক করার দাবি করে পুলিশ। পরদিন সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান আফরোজা বেগম। তাঁর স্বজনেরা দাবি করেন, পুলিশের নির্যাতনে আফরোজা বেগমের মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের ময়নাতদন্ত বোর্ডের কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আব্দুস সামাদ বলেন, ময়নাতদন্ত শেষ হয়েছে। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক রিপোর্টের জন্য এসব আলামত ল্যাবে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তৈরি হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই তা সিভিল সার্জনের মাধ্যমে পুলিশ সুপারের কাছে দেওয়া হবে।
এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল রোববার রাতে স্বজনদের কাছে আফরোজা বেগমের মরদেহ হস্তান্তর করা হয়। অভয়নগরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহের দাফন সম্পন্ন হয়। তবে আজ সকালে নওয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায় সকাল থেকেই তালাবদ্ধ রয়েছে আফরোজা বেগমের বাড়ি। এলাকাবাসীর কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আফরোজা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে এই কমিটি করা হয়।
তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (অভয়নগর সার্কেল) জাহিদুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।
তদন্ত কমিটির সদস্যসচিব অভয়নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, যেহেতু পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে, সে কারণে পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা এই কমিটি তদন্ত করে দেখবে। পুলিশের কোনো সদস্যের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে পরবর্তীকালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত শনিবার গভীর রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নর্থবেঙ্গল রোড এলাকার জলিল মোল্লার স্ত্রী আফরোজা বেগমকে মাদকসহ আটক করার দাবি করে পুলিশ। পরদিন সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান আফরোজা বেগম। তাঁর স্বজনেরা দাবি করেন, পুলিশের নির্যাতনে আফরোজা বেগমের মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের ময়নাতদন্ত বোর্ডের কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আব্দুস সামাদ বলেন, ময়নাতদন্ত শেষ হয়েছে। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক রিপোর্টের জন্য এসব আলামত ল্যাবে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তৈরি হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই তা সিভিল সার্জনের মাধ্যমে পুলিশ সুপারের কাছে দেওয়া হবে।
এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল রোববার রাতে স্বজনদের কাছে আফরোজা বেগমের মরদেহ হস্তান্তর করা হয়। অভয়নগরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহের দাফন সম্পন্ন হয়। তবে আজ সকালে নওয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায় সকাল থেকেই তালাবদ্ধ রয়েছে আফরোজা বেগমের বাড়ি। এলাকাবাসীর কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানের লেক থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে শমশেরনগর চা-বাগানের ১৪ নম্বর সেকশনের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম কিনু বাউরী (২৪)। তিনি একই বাগানের চা-শ্রমিক বধু বাউরীর ছেলে।
৭ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ছুরিকাঘাতে জিয়াউর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, ইব্রাহিম আলী (৫০), তাঁর স্ত্রী শামছুন্নাহার বেগম (৪৫) ও ছেলে ছামিউল ইসলাম (২৫)। তাঁরা নিহত জিয়াউরের ভাই, ভাবি ও ভাতিজা। আজ সোমবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার
৯ মিনিট আগেরাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
১৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরের পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামের মাওনা-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে