Ajker Patrika

আমার আসনে যে ৪ লাখ ভোটার আছে, সবার সঙ্গে দেখা করতে চাই: সাকিব

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৫: ০২
আমার আসনে যে ৪ লাখ ভোটার আছে, সবার সঙ্গে দেখা করতে চাই: সাকিব

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘আমার এলাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছি। বিভিন্ন পথসভায় মানুষের সঙ্গে দেখা হচ্ছে। আমার ইচ্ছা আছে, এলাকায় ৪ লাখ ৫০০ ভোটার আছে, তাদের সবার সঙ্গে দেখা করার।’ আজ বুধবার সকালে নিজের নির্বাচনী প্রচার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করার প্রশ্নে সাকিব বলেন, ‘যেখানেই যাচ্ছি, সেখানেই ভোটাররা রয়েছে। সবাই আমাকে ভোট দেবে বলছে। আমিও তাদের ভাবনাকে স্বাগত জানাই।’

বিরোধী পক্ষ নিয়ে ভাবনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, ‘এখন বিরোধী পক্ষ যারা আছে, তাদের নিয়ে আমি ভাবছি না। আমি আমার নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে ভাবছি। ৭ তারিখে ভোটের পর অন্য কিছু নিয়ে ভাবতে চাই।’

সংসদ সদস্য নির্বাচিত হলে খেলা চালিয়ে যাবেন কি না—জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি তো অবসর নিইনি। আমি খেলার ওপরে আছি। তাই যখনই খেলতে পারব, তখনই দেশের হয়ে খেলব। এখন নির্বাচন ছাড়া আর কিছু ভাবছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত