Ajker Patrika

খুলনার সাবেক মেয়র ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, ইমিগ্রেশন অধিদপ্তরকে চিঠি

খুলনা প্রতিনিধি
আব্দুল খালেক ও হাবিবুন নাহার। ছবি: সংগৃহীত
আব্দুল খালেক ও হাবিবুন নাহার। ছবি: সংগৃহীত

খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তাঁর স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিদেশযাত্রা রহিত করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত জেলা কার্যালয়। এতে তাদের দেশত্যাগের ওপর আদালতের নিষেধাজ্ঞার আদেশ সংযুক্তি করা হয়। আজ বুধবার দুপুরে দুদকের অনুসন্ধান টিমের সদস্য, সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রকিবুল ইসলাম এ কথা জানান। তিনি জানান, তিনি খুলনার সাবেক মেয়র ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রা রুখতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন। ১৭ মে এই চিঠি পাঠানো হয়।

সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তাঁর স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজের আদালত ১৫ মে এই রায় দেন।

দুদকের অনুসন্ধান টিমের কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ১৫ বছরে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগগুলো দুদকের অনুসন্ধানাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত