Ajker Patrika

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার ঘটনায় ক্ষোভ, নানান কর্মসূচি

ইবি প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৯: ৪৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার ঘটনায় ক্ষোভ, নানান কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাছ কাটার প্রতিবাদে সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ সোমবার সকালে তাঁরা এই কর্মসূচি পালন করেন। একপর্যায়ে কাটা গাছগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে যেতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পুরোনো এসব গাছ কাটায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

শিক্ষার্থীরা জানান, পুরোনো তিনটি গাছ কেটে মুক্ত মঞ্চ তৈরির প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন, পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য ও সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঁচ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় কাটা গাছের পাশে প্রতিবাদ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদ। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রানা, দপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ। পরে বটতলায় গণস্বাক্ষর সংবলিত প্রতিবাদলিপি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেটে ফেলা গাছ।এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের নামে বৃক্ষ নিধন বন্ধসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে গ্রিন ভয়েস নামের একটি পরিবেশবাদী সংগঠন। তাদের দাবিগুলো হলো উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের নামে বৃক্ষ নিধন বন্ধ করতে হবে, কাটা গাছের ক্ষতিপূরণ হিসেবে দ্বিগুণ বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে, বনায়ন রক্ষার্থে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন, সুপরিকল্পিত বনায়ন ও পরিচর্যা করা এবং প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ ক্যাম্পাস বাস্তবায়ন।

অন্যদিকে বটতলা থেকে প্রশাসন কাটা গাছগুলো নিয়ে যেতে চাইলে সাধারণ শিক্ষার্থীরা বাধা দেয়। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয়, কাটা গাছগুলো নিয়ে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ে অন্তত ৩০০ গাছ লাগাতে হবে।

অভয়ারণ্যের প্রতিবাদলিপি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন।পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, গাছ নিধন করে একাডেমিক ভবনের পাশে মঞ্চ তৈরি কোনোভাবে কাম্য নয়। ক্যাম্পাসের ভেতরে অনেক ফাঁকা জায়গা আছে, সেই জায়গায় মঞ্চ তৈরি করা হোক। উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের নামে গাছ কাটা বন্ধ করে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘মঞ্চ নির্মাণের নামে গাছ কাটার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। ক্যাম্পাসে উন্নয়নের নামে গাছ কাটার মহাযজ্ঞ চলছেই। ইতিপূর্বে প্রশাসন বিভিন্ন অজুহাতে ক্যাম্পাসের প্রচুর বৃক্ষ নিধন করেছে। কিন্তু সে পরিমাণ বৃক্ষ রোপণ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত