Ajker Patrika

মেয়েকে খেতে দিয়ে যান পাশের বাড়ি, ফিরে জঙ্গলে পেলেন মরদেহ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১০: ০৮
মেয়েকে খেতে দিয়ে যান পাশের বাড়ি, ফিরে জঙ্গলে পেলেন মরদেহ

তিন বছর বয়সী মেয়েকে খেতে দিয়ে পাশের বাড়িতে বড় মেয়েকে ডাকতে যান মা। ফিরে এসে আর ঘরে পাননি ছোট মেয়েটিকে। অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার হয় বাড়ির পাশের জঙ্গল থেকে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর দুই চাচাকে আটক করেছে পুলিশ। 

আজ সোমবার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নিহত ওই শিশুর নাম হিরা খাতুন। সে উপজেলার হিরু মোল্লার ছোট মেয়ে। এ ঘটনার পর হিরু মোল্লার দুই ভাই আলীম মোল্লা (৪৫) ও ফারুক মোল্লাকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাকি দুই ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। 

নিহত শিশু হিরার মা বন্যা খাতুন অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যায় হিরাকে ভাত খাওয়াচ্ছিলাম। এরই মধ্যে পাশে চাচাশ্বশুরের বাড়িতে বড় মেয়েকে ডাকতে যাই। ফিরে এসে দেখি হিরা নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে ঝোপঝাড়ে ময়লার মধ্যে হিরার লাশ দেখতে পাই। হিরাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওর মাথায় ধারালো অস্ত্রের অঘাতের চিহ্ন রয়েছে।’ 

হিরার বাবা হিরু মোল্লা বলেন, ‘আমরা মোট পাঁচ ভাই। আমার ভাইদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। পূর্ববিরোধের জেরে হিরাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’ 

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দীন জানান, ‘শিশুর মাথায় কোপের আঘাত রয়েছে। অভিযুক্তদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত