কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বহালবাড়িয়া ইউনিয়নের নওদা খাদেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম (৪৫) নওদা খাদেমপুর গ্রামের মৃত মোজাহার আলী সর্দারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহতরা হলেন জাহাঙ্গীর সর্দার, রুবেল সর্দার, আলামিন, জুয়েল, রিজভী, আকিজ, লিটু, জহুরুল সর্দারসহ ১৫ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর হামলা ও লুটপাটের আশঙ্কায় জিনিসপত্র নিয়ে অনেকে গ্রাম ছাড়ছেন। হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও নদীর চর দখল নিয়ে নওদা খাদেমপুর গ্রামের গাইন ও সর্দার বংশের মধ্যে বিরোধ চলে আসছে। গাইন বংশের নেতৃত্বে দেন টিপু গাইন ও মান্নান গাইন এবং সর্দার বংশের নেতৃত্বে আছেন আতিয়ার সর্দার ও খালেক সর্দার। গ্রামের চলাচলের পাকা সড়ক গাইন বংশের বসবাসের এলাকার মধ্যে। সড়ক দিয়ে যাতায়াতে অনেক সময় সর্দার বংশের লোকজনকে মারধর করেন গাইন বংশের লোকজন।
মারধরের জের ধরে আজ রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সর্দার বংশের তৌহিদুলকে গুলি করা হয় বলে অভিযোগ ওঠে গাইন বংশের লোকজনের বিরুদ্ধে। পরে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর হামলা ও লুটপাটের আশঙ্কায় জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন সাধারণ মানুষ। এদিকে ঘটনার পর গাইন বংশের লোকজন এলাকা থেকে পালিয়েছেন বলে জানান স্থানীয়রা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গুলিবিদ্ধ একজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের ছোট ভাই সুজন আলী সর্দার আজকের পত্রিকাকে বলেন, গাইন বংশের লোকজন আমার চাচার বাড়িতে হামলা চালানোর সময় বড় ভাইকে গুলি করেন। দীর্ঘদিন ধরে চরের জমি দখলসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আমাদের বিরোধ চলছে।
নিহতের চাচাতো ভাই রাজু বলেন, স্থানীয় একটি চরের জমি দখল নিয়ে গাইন বংশের সঙ্গে সর্দার বংশের আধিপত্যের রেষারেষি অনেক দিন ধরেই। এলাকার সড়ক গাইনদের মধ্যে। তাই আমাদের লোকজনকে সড়ক দিয়ে যাওয়া-আসার সময় হামলা চালানো হয়। আজও একই ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গাইন বংশের লোকজন তৌহিদুলকে গুলি করে। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। তাঁরা হাসপাতালে ভর্তি।
ওসি মোমিনুল ইসলাম বলেন, ‘শুধু চর দখল নয়, বিভিন্ন বিষয় নিয়েই দুই বংশের ভেতর বিরোধ দীর্ঘদিনের। সড়কে চলাচল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বহালবাড়িয়া ইউনিয়নের নওদা খাদেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম (৪৫) নওদা খাদেমপুর গ্রামের মৃত মোজাহার আলী সর্দারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহতরা হলেন জাহাঙ্গীর সর্দার, রুবেল সর্দার, আলামিন, জুয়েল, রিজভী, আকিজ, লিটু, জহুরুল সর্দারসহ ১৫ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর হামলা ও লুটপাটের আশঙ্কায় জিনিসপত্র নিয়ে অনেকে গ্রাম ছাড়ছেন। হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও নদীর চর দখল নিয়ে নওদা খাদেমপুর গ্রামের গাইন ও সর্দার বংশের মধ্যে বিরোধ চলে আসছে। গাইন বংশের নেতৃত্বে দেন টিপু গাইন ও মান্নান গাইন এবং সর্দার বংশের নেতৃত্বে আছেন আতিয়ার সর্দার ও খালেক সর্দার। গ্রামের চলাচলের পাকা সড়ক গাইন বংশের বসবাসের এলাকার মধ্যে। সড়ক দিয়ে যাতায়াতে অনেক সময় সর্দার বংশের লোকজনকে মারধর করেন গাইন বংশের লোকজন।
মারধরের জের ধরে আজ রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সর্দার বংশের তৌহিদুলকে গুলি করা হয় বলে অভিযোগ ওঠে গাইন বংশের লোকজনের বিরুদ্ধে। পরে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর হামলা ও লুটপাটের আশঙ্কায় জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন সাধারণ মানুষ। এদিকে ঘটনার পর গাইন বংশের লোকজন এলাকা থেকে পালিয়েছেন বলে জানান স্থানীয়রা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গুলিবিদ্ধ একজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের ছোট ভাই সুজন আলী সর্দার আজকের পত্রিকাকে বলেন, গাইন বংশের লোকজন আমার চাচার বাড়িতে হামলা চালানোর সময় বড় ভাইকে গুলি করেন। দীর্ঘদিন ধরে চরের জমি দখলসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আমাদের বিরোধ চলছে।
নিহতের চাচাতো ভাই রাজু বলেন, স্থানীয় একটি চরের জমি দখল নিয়ে গাইন বংশের সঙ্গে সর্দার বংশের আধিপত্যের রেষারেষি অনেক দিন ধরেই। এলাকার সড়ক গাইনদের মধ্যে। তাই আমাদের লোকজনকে সড়ক দিয়ে যাওয়া-আসার সময় হামলা চালানো হয়। আজও একই ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গাইন বংশের লোকজন তৌহিদুলকে গুলি করে। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। তাঁরা হাসপাতালে ভর্তি।
ওসি মোমিনুল ইসলাম বলেন, ‘শুধু চর দখল নয়, বিভিন্ন বিষয় নিয়েই দুই বংশের ভেতর বিরোধ দীর্ঘদিনের। সড়কে চলাচল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
চারদিকে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা! তবু হাজার হাজার শিক্ষার্থীর পরনে স্যুট–টাই, গায়ে কালো রঙের গাউন, মাথায় কালো টুপি। দীর্ঘদিন পর চেনা স্থানে সবাই একত্রিত। কালো টুপিটা আকাশের দিকে ছুড়ে দিয়ে অনেকেই ছবি তুলছেন। কেউ নিজের গা থেকে গাউন খুলে মা–বাবার গায়ে পরিয়ে দিচ্ছেন...
৩ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশাল শিল্পকলা একাডেমিতে অচলাবস্থা তৈরি হয়েছে। পাঁচ মাস ধরে সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না। শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিকল থাকায় হল ভাড়া নিচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এদিকে সংগঠনগুলোকে আমন্ত্রণ জানাতেও...
১০ মিনিট আগেনীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
৩১ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
২ ঘণ্টা আগে