খুলনা প্রতিনিধি
খুলনায় একটি বইয়ের দোকানের গোডাউন থেকে এক কর্মচারীর (৫৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর কেডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানের তৃতীয়তলা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত রফিকুল ইসলাম মোল্লার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি কেডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরি নামের বইয়ের দোকানে প্রায় ১০ বছর যাবৎ ডেলিভারিম্যানের কাজ করতেন।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, গলায় দড়ি বেঁধে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ৮টার দিকে তারাবির নামাজ পড়তে যাওয়ার আগে রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে গোডাউনের ম্যানেজার শাহজানের কথা হয়। দুই ঘণ্টা পর নামাজ শেষ করে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাননি তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তিনি ভবনের তৃতীয় তলায় গোডাউনের মধ্যে রক্তমাখা মরদেহ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদের আটক ও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় নিহতের ছেলে কুমিল্লা থেকে রওনা হয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা এলে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা গেছে। এই খুনে দুজন অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের দ্রুত সময়ের মধ্যে আটক করে খুনের রহস্য উন্মোচন করা হবে।
খুলনায় একটি বইয়ের দোকানের গোডাউন থেকে এক কর্মচারীর (৫৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর কেডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানের তৃতীয়তলা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত রফিকুল ইসলাম মোল্লার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি কেডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরি নামের বইয়ের দোকানে প্রায় ১০ বছর যাবৎ ডেলিভারিম্যানের কাজ করতেন।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, গলায় দড়ি বেঁধে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ৮টার দিকে তারাবির নামাজ পড়তে যাওয়ার আগে রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে গোডাউনের ম্যানেজার শাহজানের কথা হয়। দুই ঘণ্টা পর নামাজ শেষ করে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাননি তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তিনি ভবনের তৃতীয় তলায় গোডাউনের মধ্যে রক্তমাখা মরদেহ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদের আটক ও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় নিহতের ছেলে কুমিল্লা থেকে রওনা হয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা এলে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা গেছে। এই খুনে দুজন অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের দ্রুত সময়ের মধ্যে আটক করে খুনের রহস্য উন্মোচন করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪২ মিনিট আগে২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় খেলতে গিয়ে খাট থেকে পড়ে আয়শা (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগেকক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে অবৈধভাবে চলাচল করার অপরাধে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হিমছড়ি পুলিশ ফাঁড়ির চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
২ ঘণ্টা আগে