Ajker Patrika

ইবিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী

ইবি প্রতিনিধি
ইবিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়। 

সৈয়দ এ কে মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপাচার্য ড. হারুন উর রশিদ আসকারী, বর্তমান উপ উপাচার্য ড. মাহবুবুর রহমান, সাবেক উপ উপাচার্য ড. শাহিনুর রহমান ও ইংরেজি বিভাগের বর্তমান সভাপতি ড. মিয়া মো. রাসিদুজ্জামান। 

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মাহবুবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকেই বিশেষ লক্ষ্য অর্জন করতে হয়। এখানে বিভাগগুলোর প্রধান কাজ হলো স্ব স্ব কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলা। যাতে করে তাঁরা ওই লক্ষ্য অর্জনে সক্ষম হয়। অ্যালামনাইরা শুধু একটি বিভাগের সম্পদ নয়, তারা পুরো বিশ্ববিদ্যালয়ের সম্পদ, সমগ্র জাতির সম্পদ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসসিসি’র পরিচালক ড. বাকী বিল্লাহ, প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার জোদ্দার, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমান, জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমানসহ বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত