Ajker Patrika

তালায় আপত্তিকর ভিডিও ছড়ানোর হুমকি, আটক দুই যুবক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় আপত্তিকর ভিডিও ছড়ানোর হুমকি, আটক দুই যুবক

তালায় অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি অভিযোগে সুব্রত ঘোষ (৩৮) ও তপন ঘোষ (৩৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ মহান্দী ও তালা বাজার থেকে তাদের আটক করা হয়। 

আটককৃত সুব্রত ঘোষ উপজেলার মহান্দী গ্রামের বাসিন্দা এবং অপরজন তপন ঘোষ একই গ্রামের বাসিন্দা ও তালা বাজারের দেবু সুইটসের মালিক। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি অভিযোগে তাঁদের আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, তাদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল কাজ করছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁদের থানায় আনা হয়েছে। তবে কী কারণে আটক হয়েছে তিনি জানাননি। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত