Ajker Patrika

খুলনায় ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা বৃদ্ধার মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৪৩
খুলনায় ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা বৃদ্ধার মরদেহ উদ্ধার

খুলনায় নিজ ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের হালদার বাড়ি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধার নাম সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫)। নৈহাটি গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী তিনি। 

স্থানীয়রা জানায়, গুলফার নাহার সেতারা নৈহাটি গ্রামের বাড়িতে একা থাকতেন। তাঁর একমাত্র ছেলে রায়হান এনবিআরের ইন্সপেক্টর পদে চাকরির সুবাদে ঢাকায় বাস করেন। আজ শুক্রবার সকালে তাঁর বাড়ির গৃহপরিচারিকা শাহিনুর বেগম এসে ডাকাডাকি করতে থাকেন। তবে গেটের দরজা খোলা ও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়। তিনি আশপাশের লোকজন ডেকে এনে ঘরে প্রবেশ করে দেখতে পান, গুলফার নাহারের দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ওই বৃদ্ধার উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত