Ajker Patrika

ক্যাম্পাসে ফিরে ক্লাসে অংশ নিলেন ফুলপরী

ইবি প্রতিনিধি
ক্যাম্পাসে ফিরে ক্লাসে অংশ নিলেন ফুলপরী

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নির্যাতনের শিকার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন ক্লাসে যোগ দিয়েছেন। আজ সোমবার প্রায় এক মাস পর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অন্য শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে অংশ নেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. বখতিয়ার হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ফুলপরীর বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। আশা করি, সবকিছুকে পেছনে ফেলে ফুলপরী সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।’ 

এর আগে গতকাল বাবা আতাউর রহমানের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুন। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বকুল ব্লকের ৫০১ নম্বর কক্ষে ওঠেন। ওই কক্ষে থাকা শুরু করছেন তিনি। 

অভিযুক্তদের শাস্তির পর প্রথম দিনের ক্লাস শেষে শিক্ষার্থী ফুলপরী খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন পর বন্ধুদের সঙ্গে আগের মতো ক্লাস করতে পেরে ভালো লাগছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি সন্তুষ্ট। এখানে সবাই আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।’ 

উল্লেখ্য, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে শিক্ষার্থী ফুলপরীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত ১ মার্চ সানজিদা অন্তরাসহ পাঁচ অভিযুক্তকে ক্যাম্পাস থেকে সাময়িক বহিষ্কার, হল প্রভোস্টকে প্রত্যাহার, ভুক্তভোগী ফুলপরীর নিরাপত্তা ও তার পছন্দের হলে ওঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে সেদিনই হল প্রভোস্টকে প্রত্যাহার করে প্রশাসন। 

এ ছাড়া গত ৪ মার্চ পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে সাত কার্যদিবসের মধ্যে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে তাঁদের হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত