Ajker Patrika

সাতক্ষীরা-১: জাল ভোটের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারসহ বহিষ্কার ৩ 

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা-১: জাল ভোটের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারসহ বহিষ্কার ৩ 

সাতক্ষীরা-১ আসনে তালা উপজেলার মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি জাল ভোট প্রদানের ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসার নব কুমার পাইনসহ ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রাপ্তির পর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়ায় তাঁদের বহিষ্কার করেন। 

বহিষ্কৃত অপর দুজন হলেন পোলিং অফিসার শাহাজউদ্দিন ও জি এম বারাকাত হুসাইন। 

মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উদয় কুমার জানান, মানিকহার গ্রামের শামায়েল সরদার বেলা সাড়ে ১১টার দিকে ভোট দিতে এসে দেখেন, তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর ১০ মিনিটের জন্য সেই বুথে ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে ওই বুথে কর্তব্যরত সহকারী প্রিসাইডিং অফিসারসহ পোলিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে। 

পরবর্তীতে টেন্ডার ভোটের মাধ্যমে শামায়েল সরদারের ভোট নেওয়া হয়েছে। 

এই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান (সরদার মুজিব) বলেন, মানিকহার ভোটকেন্দ্রে জাল ভোটের বিষয়টি জানতে পেরে জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত