Ajker Patrika

১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২: ৫৪
১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক 

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ১১ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনছারবাড়ীয়া রেল স্টেশনে একটি তেলবাহী ট্রেনের (এসকে টু ডাউন) আটটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। বগি লাইনচ্যুতের পর খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। 

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চুয়াডাঙ্গার রেলওয়ের সহকারী প্রকৌশলী চাঁদ আহমেদ। তিনি বলেন, আজ সকালে খুলনা ও পার্বতীপুর থেকে আসা দুটি দল উদ্ধারকাজ শুরু করে। বেলা সাড়ে ১১টার মধ্যে লাইন থেকে আটটি বগি অপসারণ করা হয়। এরপর উদ্ধারকারী দল দুটি মালামাল গুছিয়ে চলে যায়। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অপসারণ করা বগিগুলো উদ্ধার করতে কয়েক দিন সময় লাগবে। 

চাঁদ আহমেদ আরও বলেন, দুর্ঘটনা তদন্তে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান হিসেবে আছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন। তদন্তের পর জানা যাবে চালকের কোনো গাফিলতি আছে কি না। 

উথলী রেল স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় বলেন, ‘আনছারবাড়ীয়া রেল স্টেশনটি ক্লোজ ডাউন স্টেশন। সেখানে কোনো স্টেশনমাস্টার নেই। রাতে তেলবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে খুলনার দিকে যাচ্ছিল। তবে ট্রেনটি আনছারবাড়িয়া রেল স্টেশনের ডাউন সিগন্যালের ১১ নম্বর পয়েন্টের কাছে পৌঁছালে আটটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।’ 

উদ্ধারকারী দলের প্রধান সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেনজীর আহমেদ বলেন, ‘আমরা খুলনা থেকে উদ্ধারকাজে আসি। ট্রেন চলাচল এখন স্বাভাবিক হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত