Ajker Patrika

নারী যাত্রাশিল্পীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
Thumbnail image

খুলনা ডুমুরিয়ায় তানজিলা আক্তার মীম (১৯) নামে এক যাত্রাশিল্পীর মরদেহ উদ্ধার করেছে। নিজের ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। আজ সোমবার ভোর রাতে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

নিহতের পরিবার ও থানা-পুলিশ বলছে, উপজেলার রুদাঘরা গ্রামের নাজমুল হোসেনের সঙ্গে রঘুনাথপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তানজিলা আক্তার মীমের বছর দুয়েক আগে বিয়ে হয়। মীম তাঁর বাবার বাড়িতে স্বামীকে নিয়ে থাকেন। সেখানে থেকে তিনি পারিশ্রমিকের বিনিময়ে যাত্রা ও অ্যামেচার মঞ্চে নাচ-গান করেন। 
গতকাল রোববার বিকেলে মীম তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে যশোর জেলার কেশবপুর থানার পাথরঘাটা নামক গ্রামে একটি মন্দিরে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত যাত্রা মঞ্চে হিসেবে যান। সেখানে গিয়ে তাঁর স্বামীর সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে নাচ গান না করেই মীম রাত ১২টার দিকে স্বামীর সঙ্গে বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে মীম সকলের অগোচরে নিজ ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত