Ajker Patrika

ইবির ভর্তি কার্যক্রম শুরু করতে চিঠি দেবে শিক্ষক সমিতি 

ইবি প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৭: ১৪
ইবির ভর্তি কার্যক্রম শুরু করতে চিঠি দেবে শিক্ষক সমিতি 

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজস্ব পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভা আহ্বানের জন্য উপাচার্যের কাছে চিঠি দেবে শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

এর আগে ১৯ মার্চ ইবির ১২৫তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতভাবে গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত এখনো বহাল আছে। উপাচার্যকে ৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভা আহ্বান করে কার্যক্রম শুরু করার জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। আমরা আগামীকাল বুধবার এ চিঠি দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত