Ajker Patrika

হেফাজত নেতা মামুনুল হকের জামিন নামঞ্জুর

খুলনা প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ৫২
হেফাজত নেতা মামুনুল হকের জামিন নামঞ্জুর

হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে কারাগার থেকে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালত এ সিদ্ধান্ত নেন। 

আদালত সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় আজ রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ জন্য শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটে তাঁকে কাশিমপুর কারাগার থেকে কঠোর পুলিশ পাহারায় খুলনা জেলা কারাগারে আনা হয়। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ জানান, বেলা ১১টার দিকে হেফাজত নেতা মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয়। বিচার কাজ শুরু হয়েছে। আজ সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন ছিল। সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেন। 

আসামিপক্ষের আইনজীবী লস্কর শাহা আলম আদালতে জামিনের আবেদন করেন। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে নামঞ্জুর করে কারাগারে পাঠান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত