Ajker Patrika

ভিসির পদত্যাগ দাবিতে কুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল

খুলনা প্রতিনিধি
কুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা
কুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশ থেকে মিছিল নিয়ে প্রধান ফটক-সংলগ্ন কুয়েট উডের পাদদেশে বিক্ষোভ করেন। এরপর সেখান থেকে তাঁরা মশাল মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সমাবেশ শেষ করেন। শিক্ষার্থীদের পক্ষে প্রেস ব্রিফিং করেন বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম, ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ জাহিদ ও একই ব্যাচের শিক্ষার্থী গালিব রাহাত।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, ‘গতকাল কতিপয় শিক্ষক আমাদের বিরুদ্ধে কর্মচারী-কর্মকর্তাদের সঙ্গে মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের সংগ্রাম শিক্ষকদের বিরুদ্ধে নয়, তাঁরা আমাদের পিতৃতুল্য। আমাদের যদি ভুল হয়ে থাকে, আপনারা ক্ষমা করবেন। কিন্তু আমরা ব্যথিত, আজ দুই মাস ধরে আপনারা আমাদের যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে কোনো মানববন্ধন করলেন না। আমাদের নামে মিথ্যা মামলা হলো, তা-ও আমাদের পক্ষে দাঁড়িয়ে মানববন্ধন করলেন না। এখন আপনারা আমাদের বিরুদ্ধে কীভাবে গেলেন? যেখানে সারা দেশ আমাদের পক্ষে দাঁড়াচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত