পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তাঁরা ডাকাত দলের সদস্য।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের মিনজচক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী (২৮), লস্কর ইউনিয়নের মিনাজ চকের লেওকত সরদারের ছেলে আসাবর সরদার (১৮), নজু গাজীর ছেলে মহরাম গাজী (২০) ও আশরাফ সরদারের ছেলে ফজলু সরদার (১৭)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজিত ঘোষ জানান, গতকাল রাতে মিনজচক এলাকায় প্রধান সড়কের ঝোপের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা। এ সময় সেখানে অভিযান চালানো হয়। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র কুড়াল, হাতুড়ি ও ছুরি উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চারজন ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দুপুর ১২টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
খুলনার পাইকগাছায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তাঁরা ডাকাত দলের সদস্য।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের মিনজচক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী (২৮), লস্কর ইউনিয়নের মিনাজ চকের লেওকত সরদারের ছেলে আসাবর সরদার (১৮), নজু গাজীর ছেলে মহরাম গাজী (২০) ও আশরাফ সরদারের ছেলে ফজলু সরদার (১৭)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজিত ঘোষ জানান, গতকাল রাতে মিনজচক এলাকায় প্রধান সড়কের ঝোপের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা। এ সময় সেখানে অভিযান চালানো হয়। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র কুড়াল, হাতুড়ি ও ছুরি উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চারজন ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দুপুর ১২টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
৫ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৭ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩০ মিনিট আগে