Ajker Patrika

পাইকগাছায় ডাকাতির প্রস্তুতির সময় আটক ৪ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৪: ০২
Thumbnail image

খুলনার পাইকগাছায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তাঁরা ডাকাত দলের সদস্য। 

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের মিনজচক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী (২৮), লস্কর ইউনিয়নের মিনাজ চকের লেওকত সরদারের ছেলে আসাবর সরদার (১৮), নজু গাজীর ছেলে মহরাম গাজী (২০) ও আশরাফ সরদারের ছেলে ফজলু সরদার (১৭)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজিত ঘোষ জানান, গতকাল রাতে মিনজচক এলাকায় প্রধান সড়কের ঝোপের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা। এ সময় সেখানে অভিযান চালানো হয়। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র কুড়াল, হাতুড়ি ও ছুরি উদ্ধার করা হয়। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চারজন ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দুপুর ১২টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত