Ajker Patrika

ভারতে পাচারকালে সাড়ে ৭ কেজি সোনাসহ ২ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
ভারতে পাচারকালে সাড়ে ৭ কেজি সোনাসহ ২ যুবক আটক

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সাড়ে ৭ কেজি সোনাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। আজ বুধবার সকালে সাতক্ষীরা সদরের বৈকারী সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের সজীব হোসেন (২২) ও একই গ্রামের তুহিন হোসেন (২০)।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে তুহিন ও সজীব নামের দুই ব্যক্তিকে দুটি মোটরসাইকেলসহ আটক করে। পরে তাঁদের মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩১টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৭ কেজি ৩৫৮.৭০ গ্রাম। জব্দ স্বর্ণের বারের মূল্য ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা।

আশরাফুল হক আরও বলেন, আটক দুজনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার পাশাপাশি স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত