Ajker Patrika

খুলনায় মদপানে ৫ জনের মৃত্যু: ভেজাল মদ বিক্রেতা গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় ভেজাল দেশি মদ খেয়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় ওই মদ তৈরি ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে খুলনা নগরের রায়ের মহল এলাকার মালেক সড়ক রোডের একটি বাড়ি থেকে মোসলেম আলি (৭৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়ভাবে ‘হোমিও চিকিৎসক’ হিসেবে পরিচিত মোসলেম আলির একটি দোকান রয়েছে, যার নাম ‘মাতৃশোধন হোমিও ফার্মেসি’। পুলিশ জানায়, ফার্মেসির আড়ালে তিনি বাড়িতে বসে এলকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি মিশিয়ে মদ তৈরি করতেন। শনিবার রাতে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক আজকের পত্রিকাকে বলেন, আগেও মোসলেম আলির বিরুদ্ধে মদ তৈরির অভিযোগ ছিল। সে সময় গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই কাজে জড়িয়ে পড়েন।

পুলিশ জানায়, আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনানগর এলাকার একটি ঘেরে বসে কয়েকজন ওই ভেজাল মদ পান করেন। অসুস্থ হয়ে পড়লে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে একজন এবং শনিবার আরও চারজন মারা যান।

প্রথম মৃত্যুর ঘটনা ঘটে শুক্রবার রাতে। খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেট এলাকার বাসিন্দা তোতা মিয়া মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু ধরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে নেওয়া হয়। পরদিন শনিবার গৌতম, সাহাবুদ্দিন সাবু, আফরোজ হোসেন বাবু ও সাজ্জাদ নামে আরও চারজন মারা যান।

এ ঘটনায় বয়রা দাশপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ হয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত