যশোরে লেগুনা-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
Thumbnail image

যশোরের কেশবপুরে যাত্রীবাহী লেগুনা (ট্রেকার) ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে চুকনগর-নওয়াপাড়া সড়কের উপজেলার কলাগাছি বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

নিহতরা হলেন কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের দীপক মণ্ডলের ছেলে ও কলেজ শিক্ষার্থী দিপু মণ্ডল ওরফে সাগর (২৩) এবং পাঁজিয়া বাজারের কম্পিউটার ও ফটোকপির দোকানদার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মৃত আকবর হোসেন আকোর ছেলে রাজু আহমেদ (২৬)। 

সাগর ও রাজু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কেশবপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’ 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, চুকনগরের দিক থেকে মোটরসাইকেলে করে সাগর ও রাজু কেশবপুরের কলাগাছি বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে ওই বাজারে পাশে আড়খালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাগর ও রাজু ঘটনাস্থলেই মারা যান। 

উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন বলেন, ‘সাগর খুলনার একটি কলেজে পড়াশোনা করতেন। বাড়িতে ফেরার পথে সড়কে অকালে তিনিসহ রাজুর মৃত্যুতে স্বজনসহ এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত