Ajker Patrika

আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৬: ৫৪
আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে না: হানিফ

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে না। ভোট চুরির সূচনা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।’

আজ বুধবার সকালে শহরের পিটিআই রোডের বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির এত লাফালাফি করে লাভ নেই। তাদের শীর্ষ দুই নেতা সন্ত্রাস, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত। এ জন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।’

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত আছে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধিশালী ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিফলন থাকবে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ, কারও সঙ্গে বিবাদ নেই। তাই আপস করারও দরকার নেই। জাতীয় নির্বাচন যথাসময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।’

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, খন্দকার ইকবাল মাহমুদ, রাশেদুল ইসলাম বিপ্লবসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত