Ajker Patrika

ফুলতলায় বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কায় কিশোরীর আত্মহত্যা

ফুলতলা (খুলনা) প্রতিনিধি
ফুলতলায় বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কায় কিশোরীর আত্মহত্যা

এনগেজমেন্ট হওয়া বিয়ে ভেঙে যাওয়ায় আশঙ্কায় ফাতেমা বেগম (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত রোববার সন্ধ্যায় ফুলতলার দামোদর জমাদ্দার পাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মাসুদ রানার মেয়ে। 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঢাকার কর্মরত এক ছেলের সঙ্গে কিশোরী ফাতেমার বিয়ে ঠিক হয়। এ জন্য তাকে একটি নাক ফুল পরিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগও হতো। কিন্তু মোবাইল ফোনে ছেলে পক্ষ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। অপরদিকে বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কায় রোববার সন্ধ্যায় ফাতেমা ঘরের আড়ার সঙ্গে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

দ্রুত তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ফুলতলা থানায় এসআই সুশান্ত পাল বলেন, গত সোমবার একটি অপমৃত্যু মামলা হয়েছে। সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত