Ajker Patrika

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ডেকেছে বিএমএ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৩: ০২
Thumbnail image

খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক শেখ নিশাত আব্দুলালাহর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জেলা বিএমএ নেতারা। আজ মঙ্গলবার দুপুরে বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ খুলনা জেলা শাখার সভাপতি চিকিৎসক শেখ বাহারুল আলম। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক নিশাত আব্দুল্লাহ নগরীর শেখপাড়ায় হক নার্সিং হোমে এক রোগীর অপারেশন করছিলেন। এ সময় পুরোনো এক রোগীর মা ও স্বজনরা সেখানে উপস্থিত হন। তাঁরা উত্তেজিত হয়ে অপারেশন থিয়েটার ভাঙচুর করে চিকিৎসককে বের হয়ে আসতে বলেন। 

চিকিৎসক শেখ নিশাত আবদুল্লাহ অপারেশন শেষ করে আসার কথা জানালে রোগীর স্বজন পুলিশের এএসই নাঈম অপারেশন থিয়েটারের দরজা ভেঙে ভেতরে ঢুকে চড়াও হন। তাঁকে উপর্যুপরি কিল, চড়, লাথি মারেন এবং চিকিৎসক নিশাতের গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করেন। এ সময় ক্লিনিকের মালিক ও স্টাফরা এএসই নাঈমকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এর পরপরই চিকিৎসক নিশাত অজ্ঞান হয়ে যান। 

খুলনা বিএমএ সভাপতি বলেন, চিকিৎসক নিশাত আব্দুল্লাহ মতো একজন সৎ ও নিষ্ঠাবান সহকারী অধ্যাপকের ওপর এই ধরনের হামলা ও পৈশাচিক নির্যাতনের দৃশ্য দেখে চিকিৎসকেরা ভীত হয়ে পড়েছেন। তাই উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। 

হামলাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কাল বুধবার ১ মার্চ সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা জেলার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকেরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন বলে জানান তিনি। 

সংবাদ সম্মেলনে বিএমএ খুলনার সাধারণ সম্পাদক চিকিৎসক মেহেদি নেওয়াজসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত