Ajker Patrika

উঠানে মুরগি যাওয়া নিয়ে মারপিটে নারীর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৪: ৫৯
Thumbnail image

যশোরের কেশবপুরে মায়ের মুরগি চাচার উঠানে যাওয়া নিয়ে মারামারিতে মোমেনা বেগম (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। এ ঘটনায় আজ বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলীম মোড়লকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার (৮ জানুয়ারি) উপজেলার সাতবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মোমেনা বেগম একই এলাকার চাঁদড়া গ্রামে তার বাবার বাড়িতে যান। বিকেলে মোমেনা বেগমের মায়ের মুরগি চাচা হাসান আলী মোড়লের (৫৫) উঠানে যাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে মোমেনা বেগমকে চাচার পরিবারের সদস্যরা পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মোমেনা বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় নিহতের ভাই মাসুদুর রহমান কেশবপুর থানায় পাঁচজনের নামে একটি মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত