Ajker Patrika

তেরখাদায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

তেরখাদা (খুলনা) প্রতিনিধি
তেরখাদায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

খুলনার তেরখাদায় বন্ধুদের দিয়ে প্রেমিকাকে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি এসকেন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে তেরখাদা থানা-পুলিশ। আজ রোববার বিকেলে রূপসা উপজেলার সেনের বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এসকেন শেখ তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউপির কোদলা গ্রামের ফুল মিয়া শেখের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেমের সম্পর্কের জের ধরে এসকেন শেখের সঙ্গে দেখা করতে তেরখাদা ইছামতি গ্রামে যান ভুক্তভোগী তরুণী। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ইছামতি গ্রামের কাঠের ব্রিজের কাছে যান তাঁরা। এ সময় আসামি এসকেন শেখ ভুক্তভোগী তরুণীকে অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে টাকার বিনিময়ে দৈহিক মেলামেশার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় অজ্ঞাতনামা আসামিরা ভুক্তভোগীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী মাছের ঘেরের নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী কান্নাকাটি করতে থাকলে এসকেন শেখ তাঁকে নিয়ে ইছামতি বাজারের দিকে যায়। অন্যরাও ভুক্তভোগীর পিছু নেওয়ায় ভুক্তভোগী তরুণী দৌঁড়ে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। 

এরপর খবর পেয়ে তাৎক্ষণিক তেরখাদা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন সকালে ভুক্তভোগী তরুণী তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

এ বিষয়ে তেরখাদা থানার ওসি মো. জহুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামি এসকেন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত