খুলনা প্রতিনিধি
হিন্দু কমিটির বেশ কয়েকজন নেতার উপস্থিতিতে খুলনার ডুমুরিয়ায় জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাগুরখালী ইউনিয়নের তপোবন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সম্মেলনে উপস্থিত হিন্দু কমিটির নেতাদের মধ্যে রয়েছেন ডা. হরিদাস মণ্ডল, মাস্টার গৌতম মণ্ডল, অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার, স্বদেশ হালদার, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিবেকানন্দ মহাদেব, বিকাশ চন্দ্র সরদার প্রমুখ।
সম্মেলনের প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আগামী দিনের ইসলামী বিপ্লব সাধনে খুলনা হবে মূল বাতিঘর। জামায়াতের সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘কোরআনের সঙ্গে আমাদের নিজের জীবনকে মেলাতে হবে। কেয়ামতের কঠিন দিনে এই কোরআনই সুপারিশকারী হবে। ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য হিসেবে কোরআনের চর্চা কতখানি করতে পারছি, তা অনুধাবন করতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত ও রাসুল (সা.)-এর আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘অসহায় মানুষের আর্থিকভাবে উন্নয়ন করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে। জামায়াতে ইসলামী এ দেশের মানুষকে আধিপত্যবাদমুক্ত একটি উন্নত ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেবে ইনশা আল্লাহ।’
মাগুরখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোসলেম উদ্দিন, ছাত্রশিবির নেতা আবু তাহের, শামিদুল হাসান লিমন, বাবুল আক্তার প্রমুখ।
হিন্দু কমিটির বেশ কয়েকজন নেতার উপস্থিতিতে খুলনার ডুমুরিয়ায় জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাগুরখালী ইউনিয়নের তপোবন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সম্মেলনে উপস্থিত হিন্দু কমিটির নেতাদের মধ্যে রয়েছেন ডা. হরিদাস মণ্ডল, মাস্টার গৌতম মণ্ডল, অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার, স্বদেশ হালদার, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিবেকানন্দ মহাদেব, বিকাশ চন্দ্র সরদার প্রমুখ।
সম্মেলনের প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আগামী দিনের ইসলামী বিপ্লব সাধনে খুলনা হবে মূল বাতিঘর। জামায়াতের সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘কোরআনের সঙ্গে আমাদের নিজের জীবনকে মেলাতে হবে। কেয়ামতের কঠিন দিনে এই কোরআনই সুপারিশকারী হবে। ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য হিসেবে কোরআনের চর্চা কতখানি করতে পারছি, তা অনুধাবন করতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত ও রাসুল (সা.)-এর আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘অসহায় মানুষের আর্থিকভাবে উন্নয়ন করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে। জামায়াতে ইসলামী এ দেশের মানুষকে আধিপত্যবাদমুক্ত একটি উন্নত ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেবে ইনশা আল্লাহ।’
মাগুরখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোসলেম উদ্দিন, ছাত্রশিবির নেতা আবু তাহের, শামিদুল হাসান লিমন, বাবুল আক্তার প্রমুখ।
আওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
৪ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
৪ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
৪ ঘণ্টা আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আতঙ্ক হিসেবে পরিচিত মোখলেসুর রহমান সুমন (৩৬)। তাঁর অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
৪ ঘণ্টা আগে