বাগেরহাট প্রতিনিধি
নাশকতার মামলায় বাগেরহাটে কারাগারে থাকা যুবদল নেতা কামাল হোসেন (৪৩) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়।
কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে। তিনি খুলনা মহানগর যুবদলের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর নাশকতার মামলায় গ্রেপ্তারের পর ৫৩ দিন ধরে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন কামাল হোসেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে নিহত কামাল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৫০ শয্যা বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. ফয়সাল ইসলাম স্বর্ণ বলেন, ‘রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে কোনো চিহ্ন পায়নি। আর যারা (কারারক্ষী) তাকে নিয়ে আসছে-তারাও সেভাবে হিস্ট্রি (উপসর্গ) বলতে পরেনি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘যুবদল নেতা কামাল হোসেন খুলনায় থাকতেন। তিনি সেখানেই রাজনীতি করতেন। গত নভেম্বরে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে পুলিশ তাঁকে ধরে নিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখায়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।’
বাগেরহাট জেলা কারাগারের সুপার (ভারপ্রাপ্ত) শংকর কুমার মজুমদার বলেন, ‘কামাল হোসেন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। সে এলার্জি, গ্যাসের সমস্যার জন্য হাসপাতালে গেছে, চিকিৎসা নিছে। কিন্তু এছাড়া তাঁর মারাত্মক কোনো সমস্যা ছিল না। সারা দিনই তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। ১০টা সাড়ে ১০টার দিকে ঘুমায় পড়ছেন। এর মধ্যে হঠাৎ অচেতন হয়ে যান। আশেপাশের সিটে যারা আছেন তারা দেখে কারাগারে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাঁকে এখান থেকে জরুরি ভিত্তিতে জেলা হাসপাতালে পাঠাইছি। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর ওরা বলছে মারা গেছে।’
নাশকতার মামলায় বাগেরহাটে কারাগারে থাকা যুবদল নেতা কামাল হোসেন (৪৩) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়।
কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে। তিনি খুলনা মহানগর যুবদলের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর নাশকতার মামলায় গ্রেপ্তারের পর ৫৩ দিন ধরে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন কামাল হোসেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে নিহত কামাল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৫০ শয্যা বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. ফয়সাল ইসলাম স্বর্ণ বলেন, ‘রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে কোনো চিহ্ন পায়নি। আর যারা (কারারক্ষী) তাকে নিয়ে আসছে-তারাও সেভাবে হিস্ট্রি (উপসর্গ) বলতে পরেনি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘যুবদল নেতা কামাল হোসেন খুলনায় থাকতেন। তিনি সেখানেই রাজনীতি করতেন। গত নভেম্বরে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে পুলিশ তাঁকে ধরে নিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখায়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।’
বাগেরহাট জেলা কারাগারের সুপার (ভারপ্রাপ্ত) শংকর কুমার মজুমদার বলেন, ‘কামাল হোসেন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। সে এলার্জি, গ্যাসের সমস্যার জন্য হাসপাতালে গেছে, চিকিৎসা নিছে। কিন্তু এছাড়া তাঁর মারাত্মক কোনো সমস্যা ছিল না। সারা দিনই তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। ১০টা সাড়ে ১০টার দিকে ঘুমায় পড়ছেন। এর মধ্যে হঠাৎ অচেতন হয়ে যান। আশেপাশের সিটে যারা আছেন তারা দেখে কারাগারে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাঁকে এখান থেকে জরুরি ভিত্তিতে জেলা হাসপাতালে পাঠাইছি। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর ওরা বলছে মারা গেছে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৪ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৭ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে