Ajker Patrika

খুলনায় যুবককে কুপিয়ে জখম

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় সন্ত্রাসীদের হামলায় মো. আ. আজিজ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া কবরস্থানের সামনে একটি ফাঁকা স্থানে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আহত আজিজ বানরগাতি বাজার কলেজ রোড এলাকার বাসিন্দা আবু তালেবের ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে আজিজ বানরগাতি ডলফিন মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা তাঁকে ধাওয়া করেন। তিনি দৌড়ে বসুপাড়া কবরস্থানের প্রথম গেটের সামনে এসে সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনির বাড়ির সামনে একটি ফাঁকা স্থানে লুকিয়ে পড়লেও রক্ষা পাননি।

সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাঁকে খুঁজে বের করে ধারালো অস্ত্র দিয়ে তার ডান কাঁধ ও বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, হামলাকারীরা হেলমেট পরা থাকায় তাদের চেনা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো হামলার পেছনের কারণ স্পষ্ট নয়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত