Ajker Patrika

বাগেরহাটে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ১২

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ১২

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় জেলা ছাত্রদলের অন্তত ১২ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ রোববার বিকেলে বাগেরহাট আদালতের সামনের সড়ক সংলগ্ন একটি চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে মাহমুদুর রহমান মিথুন নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য আহতরা হলেন—জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল, সদর উপজেলার আহ্বায়ক নিয়ামুল কবির রাহুল, মোরেলগঞ্জ উপজেলার আহ্বায়ক আবু সালেহ, শরণখোলা উপজেলার আহ্বায়ক মামুন গাজী, মোরেলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান সজল, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রানা মুন্সি, মোরেলগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক সোহেল দেওয়ান, সোহেল তালুকদার, তারেক সরদার, মাহমুদুর রহমান মিথুন, শেখ আলামিন, মেহেদী হাসান রিশান।

বাগেরহাটে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল বলেন, ‘বিভিন্ন মামলার হাজিরা শেষে আমরা নেতা-কর্মীদের নিয়ে আদালতের সামনের একটি চায়ের দোকানে কথা বলছিলাম। হঠাৎ করে ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী দল আমাদের ওপর হামলা করে। এ সময় আমাদের ১২ জন নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে মাহমুদুর রহমান মিথুন নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হঠাৎ আক্রমণের কারণে আমরা কাউকে চিনতে পারিনি।’

হামলার ঘটনায় মামলা করবেন কি না—এমন প্রশ্নে আহত আতিকুর রহমান রাসেল বলেন, ‘সকল নেতা-কর্মী সুস্থ হওয়ার পরে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

তবে এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত