চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় নিজ বাড়ির চার তলা থেকে লাফ দিয়ে সাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের আত্মহত্যা চেষ্টার করেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জ্বিনতলা মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সাব্বির জ্বিনতলা পল্লিকপাড়ার শহিদুল ইসলামের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
ঘটনাস্থলের নির্মাণাধীন বাড়ির কর্মরত টাইলস মিস্ত্রি বাদল উদ্দীন বলেন, ‘আমি ওই বাড়ির মধ্যে কাজ করছিলাম। এ সময় ওপর থেকে কিছু পড়ার শব্দ ও মানুষের চিৎকারে ছুটে বাইরে বের হয়ে জানতে পারি এক যুবক চারতলা থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। এ সময় আমরা তাঁকে উদ্ধার করে হাপসাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। ডাক্তার তাঁকে হাসপাতালে ভর্তি রেখেছে।’
আহত সাব্বিরের কয়েকজন বন্ধু জানান, দীর্ঘদিন যাবৎ একটি মেয়ের সঙ্গে সাব্বিরের প্রেমের সম্পর্ক চলে আসছিল। তবে কিছুদিন ধরে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। তবে কি কারণে এই মনোমালিন্য তা কারও জানা নেই। সাব্বিরের বন্ধুদের ধারণা এই মেয়েটির সঙ্গে বিরোধের কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন।
চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘বিকেল ৫টার একটু পরেই কয়েকজন ব্যক্তি ওই যুবককে জরুরি বিভাগে নেন। তাঁর শরীরে ও মুখে বেশ কয়েকটি আঁচড় ও কাটার চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে সাব্বিরকে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।
চুয়াডাঙ্গায় নিজ বাড়ির চার তলা থেকে লাফ দিয়ে সাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের আত্মহত্যা চেষ্টার করেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জ্বিনতলা মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সাব্বির জ্বিনতলা পল্লিকপাড়ার শহিদুল ইসলামের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
ঘটনাস্থলের নির্মাণাধীন বাড়ির কর্মরত টাইলস মিস্ত্রি বাদল উদ্দীন বলেন, ‘আমি ওই বাড়ির মধ্যে কাজ করছিলাম। এ সময় ওপর থেকে কিছু পড়ার শব্দ ও মানুষের চিৎকারে ছুটে বাইরে বের হয়ে জানতে পারি এক যুবক চারতলা থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। এ সময় আমরা তাঁকে উদ্ধার করে হাপসাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। ডাক্তার তাঁকে হাসপাতালে ভর্তি রেখেছে।’
আহত সাব্বিরের কয়েকজন বন্ধু জানান, দীর্ঘদিন যাবৎ একটি মেয়ের সঙ্গে সাব্বিরের প্রেমের সম্পর্ক চলে আসছিল। তবে কিছুদিন ধরে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। তবে কি কারণে এই মনোমালিন্য তা কারও জানা নেই। সাব্বিরের বন্ধুদের ধারণা এই মেয়েটির সঙ্গে বিরোধের কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন।
চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘বিকেল ৫টার একটু পরেই কয়েকজন ব্যক্তি ওই যুবককে জরুরি বিভাগে নেন। তাঁর শরীরে ও মুখে বেশ কয়েকটি আঁচড় ও কাটার চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে সাব্বিরকে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
২২ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
২৫ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৩৮ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে