Ajker Patrika

রাসায়নিক মিশিয়ে বাজারজাতের সময় ৪ হাজার কেজি আম জব্দ

তালা ও পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৬: ১০
রাসায়নিক মিশিয়ে বাজারজাতের সময় ৪ হাজার কেজি আম জব্দ

সাতক্ষীরার তালায় রাসায়নিক দ্রব্য মিশিয়ে বাজারজাতের সময় চার হাজার কেজি আম জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার কুমিরা এলাকা থেকে এসব আম জব্দ করা হয়। আজ শনিবার সকালে তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধ্বংস করা হয়। 

আম ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। 

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা আম ধ্বংস করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ওসি কাঞ্চন, পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী, উপপরিদর্শক সোলাইম্যান কবির প্রমুখ। 

সাতক্ষীরার তালায় জব্দ করা রাসায়নিক দ্রব্য মেশানো আমওসি কাঞ্চন বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করে অসাধু ব্যবসায়ীরা খাওয়ার অনুপযোগী আম রাসায়নিক দ্রব্য মিশিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিলেন। গতকাল রাতে গোপনে খবর পেয়ে কুমিরা এলাকায় থেকে একটি ট্রাকভর্তি আনুমানিক চার হাজার কেজি আম জব্দ করে পুলিশ। আজ সকালে সেগুলো ধ্বংস করা হয়।’ 

নির্ধারিত সময়ের আগে আম ভাঙা ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশালে ব্যবস্থা নেবেন বলে জানান ওসি কাঞ্চন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত