Ajker Patrika

সুন্দরবন থেকে শিকারিদের ফাঁদে আটকে পড়া মৃত হরিণ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫: ১১
Thumbnail image

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন টেকেরখাল এলাকা থেকে বনকর্মীরা মৃত একটি হরিণ উদ্ধার করেছেন। কোবাদক স্টেশনের সদস্যরা নিয়মিত টহলের সময় গতকাল বুধবার সন্ধ্যায় টেকেরখালসংলগ্ন সুন্দরবনের গভীর অরণ্য থেকে ফাঁদে আটকে পড়ে মারা যাওয়া অবস্থায় হরিণ উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ শিকারের কাজে ব্যবহৃত দেড় শতাধিক নাইলনের রশির ফাঁদ জব্দ করা হয়। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বুধবার কোবাদক স্টেশনের ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের টহলে যান। একপর্যায়ে স্টেশনটির আওতাধীন টেকেরখাল এলাকার বনের মধ্যে পেতে রাখা ফাঁদে আটকে একটি হরিণকে মৃত অবস্থায় দেখতে পান। পরে গোটা এলাকা তল্লাশি চালিয়ে ছয়টি বস্তায় দেড় শতাধিক ফাঁদ উদ্ধার করেন। 

বন বিভাগের এ কর্মকর্তা আরও বলেন, হরিণ শিকারের ঘটনায় অজ্ঞাত নাম-পরিচয়ের ব্যক্তিদের আসামি করে বন আইনে মামলা হবে। এ ছাড়া সুন্দরবনে যাতায়াতকারী জেলেসহ অন্যদের সঙ্গে কথা বলে শিকারি চক্রটিকে চিহ্নিত করে প্রচলিত আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত