চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার ওপর দিয়ে চলেছে টানা তাপপ্রবাহ। আজ সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার (২ এপ্রিল) থেকে টানা ৯ দিন মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এ জেলার ওপর দিয়ে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, টানা ৯ দিন মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এ জেলায়। গত আট দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।
আবহাওয়া কার্যালয় বলছে, মার্চ, এপ্রিল ও মে এই তিন মাস কালবৈশাখীর মৌসুম। তবে এপ্রিল বাংলাদেশের জন্য সবচেয়ে উষ্ণতম মাস। এই সময় বৃষ্টি হলে কালবৈশাখী ঝড় হয়। বৃষ্টিপাত না হলে তাপমাত্রা বাড়তে থাকে।
এদিকে অতিরিক্ত তাপমাত্রায় হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গাবাসী। স্বস্তিতে নেই পশু-পাখিও। বাইরে বের হলেই রোজাদাররাও কাহিল হয়ে পড়ছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, টানা আট দিন এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা আট দিন ধরে। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে।
এই কর্মকর্তা আরও বলেন, বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় মানুষের শরীরে ঘামও কম হচ্ছে।
চুয়াডাঙ্গার ওপর দিয়ে চলেছে টানা তাপপ্রবাহ। আজ সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার (২ এপ্রিল) থেকে টানা ৯ দিন মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এ জেলার ওপর দিয়ে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, টানা ৯ দিন মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এ জেলায়। গত আট দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।
আবহাওয়া কার্যালয় বলছে, মার্চ, এপ্রিল ও মে এই তিন মাস কালবৈশাখীর মৌসুম। তবে এপ্রিল বাংলাদেশের জন্য সবচেয়ে উষ্ণতম মাস। এই সময় বৃষ্টি হলে কালবৈশাখী ঝড় হয়। বৃষ্টিপাত না হলে তাপমাত্রা বাড়তে থাকে।
এদিকে অতিরিক্ত তাপমাত্রায় হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গাবাসী। স্বস্তিতে নেই পশু-পাখিও। বাইরে বের হলেই রোজাদাররাও কাহিল হয়ে পড়ছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, টানা আট দিন এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা আট দিন ধরে। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে।
এই কর্মকর্তা আরও বলেন, বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় মানুষের শরীরে ঘামও কম হচ্ছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে ১৮ মার্চ ধার্য করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই নতুন তারিখ ধার্য করেন।
৪ মিনিট আগেঝিনাইদহ সদর উপজেলার মাথুরাপুর আদর্শ এতিমখানায় ইফতারে বেঁচে যাওয়া দুই টুকরো কমলা খাওয়ায় মোহাম্মদ সাগর (১৬) নামের এক শিক্ষার্থীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেছেন সহকারী শিক্ষক ইমরান হাওলাদার।
৯ মিনিট আগেবরিশাল সিটি করপোরেশনের হাট-বাজার ইজারা নিয়ে আজ বুধবার দিনভর নগর ভবনে হট্টগোল হয়েছে। মারধরের শিকার হয়েছে এক যুবক। নগরের ১৫টি হাট-বাজার, ২টি বাসস্ট্যান্ড, ৩টি পাবলিক টয়লেট এবং ১টি জবাইখানার ইজারার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।
২৫ মিনিট আগেজননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৭৮টি মামলায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে চেকপোস্ট ও টহল কার্যক্রমের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগে