Ajker Patrika

গোপালগঞ্জ থেকে খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২০: ০৭
গোপালগঞ্জে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ থেকে খুলনায় গিয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তাঁদের। এ দিন সন্ধ্যার পর ওই নেতারা খুলনায় পৌঁছান।

সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় দত্ত।

খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক বলেন, এনসিপির নেতারা ফোন করে রাত সাড়ে ৯টায় সাংবাদিকদের সাথে কথা বলার আগ্রহ দেখিয়েছেন। ওইসময় সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

এর আগে এদিন সেনা-পুলিশ পাহারায় নাহিদ, আখতারসহ এনসিপি নেতারা গোপালগঞ্জ ছাড়েন বলে জানায় বিবিসি। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাঁরা বিকাল ৫টার পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান।

কড়াপাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়ে। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা ছিলেন।

এ দিন দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীদের গাড়িবহর ঘিরে হামলার ঘটনা ঘটে। পরে হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়।

কড়াপাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়ে। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা ছিলেন।

এ দিন দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীদের গাড়িবহর ঘিরে হামলার ঘটনা ঘটে। পরে হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত