Ajker Patrika

ভারত যাওয়ার চেষ্টাকালে ভোমরায় আ. লীগের নেতা আটক

সাতক্ষীরা প্রতিনিধি
ভারত যাওয়ার চেষ্টাকালে ভোমরায় আ. লীগের নেতা আটক

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার চেষ্টাকালে এক আওয়ামী লীগের নেতাকে আটক করেছে বিজিবি। আজ শনিবার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন সংলগ্ন বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। 

আটক রাজ্যেশ্বর দাস সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের বাসিন্দা। 

 ৩৩ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. আশরাফুল হক জানান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক নেতা ভারতে পালানোর চেষ্টা করছেন, এমন খবর আসে বিজিবির কাছে। সেই সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা স্থলবন্দর ইমিগ্রেশন সংলগ্ন বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজ্যেশ্বর দাসকে আটক করা হয়। 

তিনি আরও জানান, তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ২০০৮ সালে জাল টাকার একটি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল, আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আটক আওয়ামী লীগ নেতাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত