Ajker Patrika

পাওয়ার টিলারে পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

পাওয়ার টিলারে পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ছানোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জীবননগর-দর্শনা সড়কের মনোহরপুর শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ছানোয়ার জীবননগর উপজেলার কালা গ্রামের বাসিন্দা। তিনি একজন গরু ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে পাওয়ার টিলারে গরু বিক্রির উদ্দেশ্যে শিয়ালমারি পশুহাটে ছানোয়ার ও তার সঙ্গীরা যাচ্ছিলেন। তাঁরা মনোহরপুর শিমুলতলা এলাকায় পৌঁছালে দর্শনার দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যানের (আলমসাধুর) সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ছানোয়ার পাওয়ার টিলার থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ছানোয়ারের পরিবার সড়ক দুর্ঘটনার বিষয়ে থানায় কোনো অভিযোগ করেনি। তারা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি চায়। অনুমতি দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত