Ajker Patrika

আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে: কাদের

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৮: ০৮
আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জানুয়ারিতে ফাইনালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিজয়ী হব ইনশা আল্লাহ। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কালো অপশক্তিকে সাহস নিয়ে রুখে দিতে রাস্তায় দাঁড়াতে হবে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা হবে।’ 

আজ সোমবার খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী সমাবেশ স্থলে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করেন দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। 

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হারানোর বেদনা ভুলে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ১৫ বছরে দেশ অনেক বদলে গেছে। এই রূপান্তরের সত্যিকারের রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর মানুষ অনেক কিছু পেয়েছে। শুধু দু-একটি নদী খনন প্রয়োজন। আগামী দিনে শেখ হাসিনা আসলে সবকিছু হবে।’ 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘খেলা হবে, খেলা হবে সুন্দরবনে। খেলা হবে ফরিদপুরে, খেলা হবে সারা দেশে। কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে, এখন সেমিফাইনাল খেলা হবে। আপনারা প্রস্তুত আছেন?’ 

এদিকে বেলা ২টার পরে মহাসমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় জমান আশপাশের বিভিন্ন জেলা, উপজেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ। সকাল থেকেই স্লোগানে মুখরিত ছিল খুলনা মহানগরীর রাজপথ। প্রধানমন্ত্রীর আগমনে খুলনা যেন একটি মিছিলের নগরী হয়ে উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত