Ajker Patrika

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫৮
পুলিশের হাতে আটক সোহেল। ছবি: আজকের পত্রিকা
পুলিশের হাতে আটক সোহেল। ছবি: আজকের পত্রিকা

খুলনার রূপসায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. সোহেল শেখ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তালিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সোহেল শেখের কাছ থেকে একটি লোহার হাঁসুয়া, একটি প্লাস, একটি ছোরা, একটি রাবারের টিউব, একটি ছেনি, একটি চায়নিজ কুড়াল, একটি কাপড়ের ব্যাগ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার সোহেল শেখ ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের তালিমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু খুলনা ক্যাম্প পুলিশের টহল টিম সেখানে উপস্থিত হওয়ায় তাঁদের ডাকাতির পরিকল্পনা নস্যাৎ হয়ে যায় এবং পালানোর সময় পুলিশ সোহেল শেখকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় রূপসা থানায় একটি মামলা হয়েছে। সহযোগী অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত