Ajker Patrika

হাসপাতালের সার্জারি বিভাগে আহত রোগীকে কোপাল প্রতিপক্ষরা

ঝিনাইদহ প্রতিনিধি
হাসপাতালের সার্জারি বিভাগে আহত রোগীকে কোপাল প্রতিপক্ষরা

ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হওয়া ফরিদ শেখ (৩০) নামের এক আহত রোগীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষ গ্রুপের সমর্থকেরা। আজ সোমবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত ফরিদ শেখ শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের সালেক শেখের ছেলে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোহান (১৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

জানা যায়, গতকাল রোববার রাতে শৈলকুপা উপজেলার আবাইপুর এলাকা থেকে একটি ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে আবাইপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রাজ্জাক গ্রুপের লোকজন দোষারোপ করে বর্তমান নির্বাচিত সদস্য রবিউল ইসলামের সমর্থকেরা আসামিকে ধরিয়ে দিয়েছেন। এ ঘটনার জেরে সকালে আবাইপুর বাজারে রাজ্জাকের সমর্থকেরা রবিউলের সমর্থকদের ওপর হামলা করেন। সে সময় উভয় গ্রুপের অন্তত ছয়জন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনার পর দুপুরে সদর হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি ছিলেন আহত রোগী ফরিদ শেখ। এ সময় তাদের প্রতিপক্ষ রাজ্জাক গ্রুপের সমর্থকেরা একটি থলে নিয়ে হাসপাতালে প্রবেশ করে শয্যার পাশে রেখে দেন। পরে ফরিদ শেখের শয্যায় গিয়ে সেখান থেকে হাতুড়ি ও দা বের করে এলোপাতাড়ি কোপাতে ও পেটাতে থাকেন। এ সময় আশপাশে থাকা রোগী ও তাঁদের স্বজনেরাও ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে হাসপাতালে কর্মরতরা ছুটে আসলে তিনজন পালিয়ে যান। এ সময় রোহান নামের একজনকে আটক করা হয়।

সদর হাসপাতালের কর্মচারীরা জানান, তাঁরা চিৎকার শুনে ছুটে এসে দেখেন চারজন ব্যক্তি মিলে একজন রোগীকে পেটাচ্ছেন আর কোপাচ্ছে। পরে তাঁরা সবাই আসলে তিনজন পালিয়ে যান এবং একজনকে ধরে পুলিশকে খবর দেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাল্গুনী রানী সাহা বলেন, ফরিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ছোট ছোট আঘাত রয়েছে। মারপিটেরও কিছু চিহ্ন রয়েছে। তবে সেটা খুব মারাত্মক না।

মারধরের ঘটনার পর আটককৃত রোহানকে (১৫) পুলিশের কাছে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষআটককৃত রোহানের দাদি কাকলী বেগম জানান, সকালের ঘটনার জেরে রাগ কন্ট্রোল করতে পারেন তাঁর নাতি। এ জন্য ঘটনাটি ঘটে গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে রোহান নামের এক যুবককে আটক করে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। 

ওসি আরও জানান, সদর হাসপাতালের মতো একটা জায়গা এমন ঘটনার বিষয়ে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। এরই মধ্যে জড়িতদের শনাক্ত করতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত