খুলনা প্রতিনিধি
মে দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শ্রমিক দলের করা শোভাযাত্রা পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়েছে। এ সময় শোভাযাত্রা থেকে দুজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, অনুমতি না নিয়ে রাস্তায় কর্মসূচি পালন করায় পুলিশ তাদের বাধা দিয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর স্টেশন রোডে এ ঘটনা ঘটে। এ সময় খুলনা মহানগর শ্রমিক দলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফি ও সদস্য ইসলাম খলিফাকে আটক করা হয়েছে। দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা।
সংবাদ সম্মেলনে বলা হয়, মে দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে নগর ও জেলা শ্রমিক দল। বিষয়টি সাত দিন আগে কেএমপিকে অবহিত করা হয়। আজকের দিনে অন্য শ্রমিক সংগঠন, প্রতিষ্ঠান কর্মসূচি পালন করবে, অথচ শ্রমিক দল করতে পারবে না। বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে অধিকার আছে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করার। অথচ আজ সকাল থেকে বিএনপি অফিসের প্রবেশদ্বারে শত শত পুলিশ মোতায়েন করা হয়। দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের আসতে বাধা দেওয়া হয়েছে। পরে খুলনা রেলস্টেশন রোডে শ্রমিক দলের শোভাযাত্রায় পুলিশ লাঠিপেটা করেছে। একই সঙ্গে শ্রমিক দলের দুই নেতাকে আটক করা হয়েছে। পুলিশের লাঠিপেটায় বেশ কিছু নেতা-কর্মী আহত হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যেখানে শ্রমিকদের অধিকার আদায়ের দিনে কর্মসূচি পালন করা যায় না, সেখানে এই সরকারের অধীনে কেসিসি নির্বাচনে কীভাবে অংশ নেবে। কোনোভাবেই সম্ভব নয়।
খুলনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘অনুমতি না নিয়ে রাস্তা আটকে কর্মসূচি পালন করছিল তারা। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এ সময় দুজনকে আটক করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলী সান্টু, আবুল কালাম জিয়া প্রমুখ।
মে দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শ্রমিক দলের করা শোভাযাত্রা পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়েছে। এ সময় শোভাযাত্রা থেকে দুজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, অনুমতি না নিয়ে রাস্তায় কর্মসূচি পালন করায় পুলিশ তাদের বাধা দিয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর স্টেশন রোডে এ ঘটনা ঘটে। এ সময় খুলনা মহানগর শ্রমিক দলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফি ও সদস্য ইসলাম খলিফাকে আটক করা হয়েছে। দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা।
সংবাদ সম্মেলনে বলা হয়, মে দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে নগর ও জেলা শ্রমিক দল। বিষয়টি সাত দিন আগে কেএমপিকে অবহিত করা হয়। আজকের দিনে অন্য শ্রমিক সংগঠন, প্রতিষ্ঠান কর্মসূচি পালন করবে, অথচ শ্রমিক দল করতে পারবে না। বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে অধিকার আছে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করার। অথচ আজ সকাল থেকে বিএনপি অফিসের প্রবেশদ্বারে শত শত পুলিশ মোতায়েন করা হয়। দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের আসতে বাধা দেওয়া হয়েছে। পরে খুলনা রেলস্টেশন রোডে শ্রমিক দলের শোভাযাত্রায় পুলিশ লাঠিপেটা করেছে। একই সঙ্গে শ্রমিক দলের দুই নেতাকে আটক করা হয়েছে। পুলিশের লাঠিপেটায় বেশ কিছু নেতা-কর্মী আহত হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যেখানে শ্রমিকদের অধিকার আদায়ের দিনে কর্মসূচি পালন করা যায় না, সেখানে এই সরকারের অধীনে কেসিসি নির্বাচনে কীভাবে অংশ নেবে। কোনোভাবেই সম্ভব নয়।
খুলনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘অনুমতি না নিয়ে রাস্তা আটকে কর্মসূচি পালন করছিল তারা। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এ সময় দুজনকে আটক করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলী সান্টু, আবুল কালাম জিয়া প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে