Ajker Patrika

‘ভুয়া’ ব্যবসাপ্রতিষ্ঠান খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ 

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৪: ৫৭
‘ভুয়া’ ব্যবসাপ্রতিষ্ঠান খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ 

বাগেরহাটে ভুয়া প্রতিষ্ঠান খুলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে। 

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৬ খুলনার সহকারী পরিচালক তারেক আনাম বান্না। 

গতকাল মঙ্গলবার রাতে খুলনা জেলার বটিয়াঘাটা থানার আওতাভুক্ত চক্রাখালী এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার মো. আব্দুল আলী ফকির (৫০), চিতলমারী উপজেলার মো. আরিফ (৪২) এবং ঝালকাঠি সদর উপজেলার মো. হারুন হাওলাদার (৬২)। এদের মধ্যে মো. আব্দুল আলী ফকিরের নামে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

র‍্যাব কর্মকর্তা তারেক আনাম বান্না বলেন, আব্দুল আলী ফকিরসহ গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে প্রতারণা করে আসছেন। তাঁরা আলিফ এন্টারপ্রাইজ, খান জাহান এন্টারপ্রাইজ, আলম এন্টারপ্রাইজ নামে ভুয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী, পিরোজপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে কয়লা বিক্রির কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। 

র‍্যাবের সহকারী পরিচালক তারেক আনাম বান্না আরও বলেন, এই চক্রের মূল হোতা আব্দুল আলী ফকির নিজেকে ওই সব ভুয়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিয়ে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিতেন। তাঁরা ব্যবসায়ীদের প্রতারিত করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ গড়েছেন। তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত