বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ভুয়া প্রতিষ্ঠান খুলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।
আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক তারেক আনাম বান্না।
গতকাল মঙ্গলবার রাতে খুলনা জেলার বটিয়াঘাটা থানার আওতাভুক্ত চক্রাখালী এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার মো. আব্দুল আলী ফকির (৫০), চিতলমারী উপজেলার মো. আরিফ (৪২) এবং ঝালকাঠি সদর উপজেলার মো. হারুন হাওলাদার (৬২)। এদের মধ্যে মো. আব্দুল আলী ফকিরের নামে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
র্যাব কর্মকর্তা তারেক আনাম বান্না বলেন, আব্দুল আলী ফকিরসহ গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে প্রতারণা করে আসছেন। তাঁরা আলিফ এন্টারপ্রাইজ, খান জাহান এন্টারপ্রাইজ, আলম এন্টারপ্রাইজ নামে ভুয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী, পিরোজপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে কয়লা বিক্রির কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।
র্যাবের সহকারী পরিচালক তারেক আনাম বান্না আরও বলেন, এই চক্রের মূল হোতা আব্দুল আলী ফকির নিজেকে ওই সব ভুয়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিয়ে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিতেন। তাঁরা ব্যবসায়ীদের প্রতারিত করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ গড়েছেন। তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাটে ভুয়া প্রতিষ্ঠান খুলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।
আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক তারেক আনাম বান্না।
গতকাল মঙ্গলবার রাতে খুলনা জেলার বটিয়াঘাটা থানার আওতাভুক্ত চক্রাখালী এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার মো. আব্দুল আলী ফকির (৫০), চিতলমারী উপজেলার মো. আরিফ (৪২) এবং ঝালকাঠি সদর উপজেলার মো. হারুন হাওলাদার (৬২)। এদের মধ্যে মো. আব্দুল আলী ফকিরের নামে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
র্যাব কর্মকর্তা তারেক আনাম বান্না বলেন, আব্দুল আলী ফকিরসহ গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে প্রতারণা করে আসছেন। তাঁরা আলিফ এন্টারপ্রাইজ, খান জাহান এন্টারপ্রাইজ, আলম এন্টারপ্রাইজ নামে ভুয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী, পিরোজপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে কয়লা বিক্রির কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।
র্যাবের সহকারী পরিচালক তারেক আনাম বান্না আরও বলেন, এই চক্রের মূল হোতা আব্দুল আলী ফকির নিজেকে ওই সব ভুয়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিয়ে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিতেন। তাঁরা ব্যবসায়ীদের প্রতারিত করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ গড়েছেন। তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৫ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৭ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৯ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৯ ঘণ্টা আগে