Ajker Patrika

দুই ইউপি চেয়ারম্যানের মারামারি, দুষছেন একে অপরকে 

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৩: ২৯
দুই ইউপি চেয়ারম্যানের মারামারি, দুষছেন একে অপরকে 

যশোরের মনিরামপুরের শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চিনাটোলা বাজারে দুই চেয়ারম্যান একে অপরকে মারধর করেছেন বলে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন দুজনকে দোষ দিয়ে যাচ্ছেন। এ ঘটনায় আজ বুধবার সকাল পর্যন্ত দুই পক্ষের কেউ থানায় লিখিত অভিযোগ করেনি, বলে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনায় সাবেক ও বর্তমান দুই চেয়ারম্যানসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁরা সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

সংঘর্ষে আহতরা হলেন—শ্যামকুড় ইউপির বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন, চিনাটোলা বাজারের মাংস বিক্রেতা জাকির হোসেন, ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মনির দুই ভাই আবুল কালাম ও কামরুজ্জামান টুকু, তাঁর চাচা আতিয়ার রহমান, চাচাতো ভাই আলমগীর হোসেন, ফজলুর রহমান, বোরহান উদ্দিন ও রেজাউল করিম। 

আহতরা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। চেয়ারম্যান মনিরুজ্জামান মনি শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৬ সালে তিনি নৌকা প্রতীকে নির্বাচিত হন। আলমগীর হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি গত ২৮ নভেম্বরের নির্বাচনে নৌকা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। 

এদিকে দুই চেয়ারম্যানের মারামারির ঘটনায় চিনাটোলা বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মারামারির পর আতঙ্কে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘণ্টা পর দোকান খোলেন ব্যবসায়ীরা। 

মারামারির ঘটনায় এক চেয়ারম্যান অপর চেয়ারম্যানকে দুষছেন। বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেনের দাবি, সাবেক চেয়ারম্যান মনির লোকজন চিনাটোলা বাজারের মাংস বিক্রেতা জাকিরের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় তাদের থামাতে গেলে সাবেক চেয়ারম্যান মনি ও তাঁর লোকজন আমার ওপর হামলা করেন। 

পক্ষান্তরে সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির দাবি, তাঁর এক চাচাকে চিনাটোলা বাজার থেকে উৎখাত করতে চেয়েছিলেন মাংস বিক্রেতা জাকির। এ নিয়ে প্রতিবাদ করলে বর্তমান চেয়ারম্যান আলমগীর নিজে তাঁকে ও তাঁর লোকজনকে মারধর করেছেন। 

চিনাটোলা বাজারের মাংস বিক্রেতা জাকির হোসেন বলেন, ‘চার বছর ধরে সপ্তাহে পাঁচ দিন আমি চিনাটোলা বাজারে মাংস বিক্রি করি। মনি চেয়ারম্যানের চাচা আতিয়ার প্রতিদিন ১০০ টাকা করে নিয়মিত আমার কাছ থেকে চাঁদা নিতেন। গত সোমবার টাকা না দেওয়ায় মঙ্গলবার বিকেলে আতিয়ার আমার কাছে সেই টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকার করায় চেয়ারম্যান মনির উপস্থিতিতে তাঁর চাচা ও ভাইয়েরা আমাকে মারতে শুরু করেন।’ জাকির বলেন, ‘এ সময় চেয়ারম্যান আলমগীর এগিয়ে এলে সাবেক চেয়ারম্যান মনি তাঁকে (আলমগীর) লাথি মারেন।’ 

শ্যামকুড় ইউপির বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘জাকিরকে মারার ঘটনা শুনে আমি মেম্বারদের নিয়ে ঘটনাস্থলে যাই। আমি চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলে সাবেক চেয়ারম্যান মনির ভাইয়েরা আমার ওপর হামলা করে। এতে আমার হাতের একটি আঙুলে প্রচণ্ড আঘাত পাই।’ 

আলমগীর বলেন, ‘মনি চেয়ারম্যানের উপস্থিতিতে তাঁরা আমার গায়ে হাত তোলে। মনি নিজে আমাকে ধাক্কা দিয়েছেন।’ তিনি বলেন, ‘রাতেই আমি দলীয় লোকজন নিয়ে থানায় গিয়ে ওসিকে সব জানিয়েছি।’ 

এদিকে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে সাবেক চেয়ারম্যান মনি বলেন, ‘আমার চাচা আতিয়ার চিনাটোলা বাজারে মাংসের দোকান করেন। তাঁকে বাজার থেকে সরিয়ে দিতে চান আরেক মাংস বিক্রেতা জাকির। এ নিয়ে মঙ্গলবার বিকেলে জাকির আমার চাচার দোকানের খাট ভেঙে দেন। খবর পেয়ে আমরা এগিয়ে যাই। তখন বর্তমান চেয়ারম্যান আলমগীর তাঁর লোকজন নিয়ে এসে আমাদের মারপিট করেন।’ মনি বলেন, ‘আলমগীর নিজে আমাকে ও আমার দুই ভাইকে মেরেছেন। তাঁর লোকজনের হামলায় আমরা অন্তত ১০ জন আহত হয়েছি।’ 

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ‘শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজারে সাবেক ও বর্তমান দুই চেয়ারম্যানের মধ্যে গণ্ডগোলের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের কেউই এখনো লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

গত বছরের ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনকে ঘিরে শ্যামকুড় ইউনিয়নে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে বিরোধ দেখা দেয়। চেয়ারম্যান মনিরুজ্জামান মনি নৌকা প্রতীক না পেয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। পরে জীবনের শঙ্কা থাকার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। একই সঙ্গে স্বতন্ত্র আরও তিনজন প্রার্থী সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হন আলমগীর হোসেন। এরপর থেকে শ্যামকুড় ইউনিয়নে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত