Ajker Patrika

মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম গ্রেপ্তার

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫২
পুলিশের হাতে গ্রেপ্তার মো. জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার মো. জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে বিধি মোতাবেক আইনি প্রক্রিয়া শেষে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি রফিকুল ইসলাম আরও বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর মহালছড়ি থানায় একটি মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। বিভিন্নভাবে তথ্য সংগ্রহের পর গতকাল রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম র‍্যাব ৭-এর সহযোগিতায় মহালছড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...