ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
দুই সড়কে অবরোধ শিথিলের পর খাগড়াছড়ি-চট্টগ্রামের যান বাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার বেলা ৩টা থেকে খাগড়াছড়ি-ফটিকছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। জেলার বিভিন্ন উপজেলায় আটকে পড়া চালক ও যাত্রীদের যানবাহনে করে গন্তব্যে যেতে দেখা যায়।
এর আগে দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ কর্মসূচি শিথিল ঘোষণা করেন আন্দোলনকারীরা। খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানায়। কারণ হিসেবে গতকাল রোববার সহিংসতায় নিহত ব্যক্তিদের সৎকার ও আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে দুই সড়কে অবরোধ শিথিলের কথা জানায়। তবে জেলার অন্য সড়কে অবরোধ কর্মসূচি চলবে বলে উল্লেখ করা হয়।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সিএনজিচালিত অটোরিকশার চালক রাশেদ বলেন, ‘সকাল থেকে পরিস্থিতি থমথমে ছিল। বেলা ৩টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর আমরা চট্টগ্রামের ফটিকছড়ি থেকে যাত্রী নিয়ে মানিকছড়ির উদ্দেশে রওনা দিয়েছি।’
বাসচালক মনির মিয়া বলেন, ‘তিন দিন মানিকছড়িতে আটকে ছিলাম। আজ সেনাবাহিনীর অনুমতি নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা হয়েছি।’
২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা শহরের একটি এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় শয়ন শীল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এর মধ্যে গতকাল গুইমারা উপজেলায় একটি বাজারে অগ্নিসংযোগ, হামলা ও সংঘর্ষ হয়। এ সময় তিনজন নিহত হন।
দুই সড়কে অবরোধ শিথিলের পর খাগড়াছড়ি-চট্টগ্রামের যান বাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার বেলা ৩টা থেকে খাগড়াছড়ি-ফটিকছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। জেলার বিভিন্ন উপজেলায় আটকে পড়া চালক ও যাত্রীদের যানবাহনে করে গন্তব্যে যেতে দেখা যায়।
এর আগে দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ কর্মসূচি শিথিল ঘোষণা করেন আন্দোলনকারীরা। খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানায়। কারণ হিসেবে গতকাল রোববার সহিংসতায় নিহত ব্যক্তিদের সৎকার ও আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে দুই সড়কে অবরোধ শিথিলের কথা জানায়। তবে জেলার অন্য সড়কে অবরোধ কর্মসূচি চলবে বলে উল্লেখ করা হয়।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সিএনজিচালিত অটোরিকশার চালক রাশেদ বলেন, ‘সকাল থেকে পরিস্থিতি থমথমে ছিল। বেলা ৩টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর আমরা চট্টগ্রামের ফটিকছড়ি থেকে যাত্রী নিয়ে মানিকছড়ির উদ্দেশে রওনা দিয়েছি।’
বাসচালক মনির মিয়া বলেন, ‘তিন দিন মানিকছড়িতে আটকে ছিলাম। আজ সেনাবাহিনীর অনুমতি নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা হয়েছি।’
২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা শহরের একটি এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় শয়ন শীল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এর মধ্যে গতকাল গুইমারা উপজেলায় একটি বাজারে অগ্নিসংযোগ, হামলা ও সংঘর্ষ হয়। এ সময় তিনজন নিহত হন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আজ দুপুরে লাগা ভয়াবহ আগুনে শত শত টন আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
৬ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মানুষের তিনটি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
৯ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ তিন টুকরো করে লুকিয়ে রাখেন সবুজের বাড়ির কাজের লোক আব্দুর হামেদ। আজ শনিবার সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।
১৫ মিনিট আগেঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
২৪ মিনিট আগে