Ajker Patrika

দুই মাদক কারবারি র‍্যাবের হাতে ধরা

জয়পুরহাট প্রতিনিধি
র‍্যাবের অভিযানে গ্রেপ্তার দুই কারবারি। ছবি: সংগৃহীত
র‍্যাবের অভিযানে গ্রেপ্তার দুই কারবারি। ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলার বড় হেলকুণ্ডা এলাকা থেকে ৯০টি ট্যাপেন্টাডল বড়িসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে র‍্যাবের ক্যাম্প থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুজন হলেন শ্রী রণজিৎ চন্দ্র মালীর ছেলে রতন চন্দ্র মালী (৪২) এবং ইমাম আলীর ছেলে রাসেল হোসেন (২৪)। তারা দুজনেই সদর উপজেলার বড় হেলকুণ্ডা গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৯০টি ট্যাপেন্টাডল বড়ি জব্দ করা হয়। এরপর জয়পুরহাট সদর থানায় মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটা তুলে দিলে নারীদের খুঁজেও পাওয়া যাবে না: সামান্তা শারমিন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

মেট্রোরেলের সময় বাড়ল: আজ থেকে নতুন সূচি, ট্রিপ বাড়ল ৭টি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত