আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত বৃদ্ধের পরিচয় মিলেছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস আন্তনগর ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটে হাস্তাবসন্তপুর গ্রামের মাঠের জামতলী এলাকায়।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আফজাল হোসেন (৬৭)।
সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে এক বৃদ্ধ আক্কেলপুর রেলস্টেশন থেকে রেললাইন ধরে হেঁটে জামতলী এলাকায় যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চলে এলে চলন্ত ট্রেনের পেছনের দিকের বগির নিচে মাথা দেন তিনি। এতে ট্রেনের পাদানির ধাক্কায় মাথা থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ফরিদা পারভীন বলেন, ‘আমরা রেললাইনের পাশে ধান মাড়াই করছিলাম। তখন ওই বৃদ্ধ হেঁটে যাচ্ছিলেন। এর আগে তিনি একটি ট্রেন আসার সময়ও ঝাঁপ দিতে চেয়েছিলেন, কিন্তু আশপাশে লোকজন থাকায় পারেননি। পরে আরও দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন এবং সীমান্ত ট্রেন আসার সময় নিচে মাথা দেন।’
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, ‘সীমান্ত এক্সপ্রেস ট্রেনের চালক আমাকে জানান, স্টেশনের দক্ষিণ পাশে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। ট্রেনের পেছনের বগির নিচে মাথা দিতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।
জয়পুরহাটের আক্কেলপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত বৃদ্ধের পরিচয় মিলেছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস আন্তনগর ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটে হাস্তাবসন্তপুর গ্রামের মাঠের জামতলী এলাকায়।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আফজাল হোসেন (৬৭)।
সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে এক বৃদ্ধ আক্কেলপুর রেলস্টেশন থেকে রেললাইন ধরে হেঁটে জামতলী এলাকায় যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চলে এলে চলন্ত ট্রেনের পেছনের দিকের বগির নিচে মাথা দেন তিনি। এতে ট্রেনের পাদানির ধাক্কায় মাথা থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ফরিদা পারভীন বলেন, ‘আমরা রেললাইনের পাশে ধান মাড়াই করছিলাম। তখন ওই বৃদ্ধ হেঁটে যাচ্ছিলেন। এর আগে তিনি একটি ট্রেন আসার সময়ও ঝাঁপ দিতে চেয়েছিলেন, কিন্তু আশপাশে লোকজন থাকায় পারেননি। পরে আরও দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন এবং সীমান্ত ট্রেন আসার সময় নিচে মাথা দেন।’
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, ‘সীমান্ত এক্সপ্রেস ট্রেনের চালক আমাকে জানান, স্টেশনের দক্ষিণ পাশে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। ট্রেনের পেছনের বগির নিচে মাথা দিতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।
নিম্নমানের খাবার, অতিরিক্ত দাম ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ক্যাফেটেরিয়া, হল ক্যানটিন ও আশপাশের দোকানগুলোর বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বাসি ও অরুচিকর খাবারকে মুখরোচক করতে ব্যবহৃত হচ্ছে...
৭ মিনিট আগেবাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে টানা সাত দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এই শিক্ষকেরা। গতকাল শনিবার সন্ধ্যায় ভুখা মিছিলের ঘোষণা দেন তাঁরা।
৪৩ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
১ ঘণ্টা আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
১ ঘণ্টা আগে