Ajker Patrika

সন্ধ্যায় বের হয়ে পরদিন খালে মিলল কিশোরীর লাশ  

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৪২
সন্ধ্যায় বের হয়ে পরদিন খালে মিলল কিশোরীর লাশ  

জয়পুরহাটে খাল থেকে এক কিশোরীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার ঝিনাইগাড়ি খাল থেকে  লাশটি উদ্ধার করা হয়।

কিশোরী ববিতা পারভীন পাঁচবিবি উপজেলার পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে। গতকাল সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল সে। 

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, ববিতা পারভীন গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। 

আজ সকালে ঝিনাইগাড়ি খালে একটি কিশোরীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, এলাকাবাসী খবর দিলে কিশোরীর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরে নাশকতার প্রমাণ পেলে ‘কঠোর ব্যবস্থা নেবে’ সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত