কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘চাষিরা চাষ করে মাছ বড় করতে পারেন, সৃষ্টি করতে পারেন না। যেটা করতেন মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষেরা। মাছ একটা প্রকৃতিক সম্পদ। চাষিরা মাছ চাষ করতে গিয়ে বাঁওড়ে ব্যবহার করে থাকেন অতিমাত্রায় রাসায়নিক পদার্থ। আবার কখনও ব্যবহার করেন বিষ। এতে নষ্ট হচ্ছে পরিবেশ, আমরা হারাচ্ছি দেশি মাছ।’
আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে জেলে ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। ফরিদা আখতার বলেন, ‘হাওর-বাঁওড় ভূমি মন্ত্রণালয়ের জায়গা। তারা যখন ইজারা দেয়, তখন আমাদের কাতর হয়ে বলতে হয়, আমাদের একটু দেন, আমাদের একটু সিদ্ধান্ত নিতে সময় দেন। এরপরও আমি আপনাদের সঙ্গে আছি। জাল যাঁর, জলা তাঁর—এ কথা সেই আদিকাল ধরে বয়ে আসছে। এটা আমাদের ধরে রাখতে হবে।’ উপদেষ্টা বলেন, ‘এখানে এসে আমি যেটুকু জেনে গেলাম, শুনে গেলাম, সেটা যেখানে যেখানে পৌঁছে দেওয়ার দরকার হয়, আমি পৌঁছে দিব এবং সেটা করতে উনাদের সঙ্গে যত কথা বলতে হয়, আমি তাঁদের সঙ্গে তত কথায় বলব।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মৎস্য মন্ত্রণালয়ের (অভ্যন্তরীণ মৎস্য) কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি মো. ফজলুর রহমান ও ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ।
এতে বক্তব্য দেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহ উদ্দিন বুলবুল সিডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা আমির তাজুল, নাগরিক কমিটির সভাপতি শরিফুজ্জামান আগা খান, কোটচাঁদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হৃদয় আহসান। হালদার সম্প্রদায়ের সুনিল হালদার, স্বপন হালদার ও কমলা হালদার।
এ সময় বক্তাদের বক্তব্যে একই কথা উঠে আসে। সেটা হচ্ছে, বাঁওড় হারিয়ে মৎস্যজীবীদের জীবন-জীবিকার কথা।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কোটচাঁদপুরের বলুহর বাঁওড় পরিদর্শন করেন। কথা বলেন বাঁওড়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘চাষিরা চাষ করে মাছ বড় করতে পারেন, সৃষ্টি করতে পারেন না। যেটা করতেন মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষেরা। মাছ একটা প্রকৃতিক সম্পদ। চাষিরা মাছ চাষ করতে গিয়ে বাঁওড়ে ব্যবহার করে থাকেন অতিমাত্রায় রাসায়নিক পদার্থ। আবার কখনও ব্যবহার করেন বিষ। এতে নষ্ট হচ্ছে পরিবেশ, আমরা হারাচ্ছি দেশি মাছ।’
আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে জেলে ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। ফরিদা আখতার বলেন, ‘হাওর-বাঁওড় ভূমি মন্ত্রণালয়ের জায়গা। তারা যখন ইজারা দেয়, তখন আমাদের কাতর হয়ে বলতে হয়, আমাদের একটু দেন, আমাদের একটু সিদ্ধান্ত নিতে সময় দেন। এরপরও আমি আপনাদের সঙ্গে আছি। জাল যাঁর, জলা তাঁর—এ কথা সেই আদিকাল ধরে বয়ে আসছে। এটা আমাদের ধরে রাখতে হবে।’ উপদেষ্টা বলেন, ‘এখানে এসে আমি যেটুকু জেনে গেলাম, শুনে গেলাম, সেটা যেখানে যেখানে পৌঁছে দেওয়ার দরকার হয়, আমি পৌঁছে দিব এবং সেটা করতে উনাদের সঙ্গে যত কথা বলতে হয়, আমি তাঁদের সঙ্গে তত কথায় বলব।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মৎস্য মন্ত্রণালয়ের (অভ্যন্তরীণ মৎস্য) কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি মো. ফজলুর রহমান ও ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ।
এতে বক্তব্য দেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহ উদ্দিন বুলবুল সিডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা আমির তাজুল, নাগরিক কমিটির সভাপতি শরিফুজ্জামান আগা খান, কোটচাঁদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হৃদয় আহসান। হালদার সম্প্রদায়ের সুনিল হালদার, স্বপন হালদার ও কমলা হালদার।
এ সময় বক্তাদের বক্তব্যে একই কথা উঠে আসে। সেটা হচ্ছে, বাঁওড় হারিয়ে মৎস্যজীবীদের জীবন-জীবিকার কথা।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কোটচাঁদপুরের বলুহর বাঁওড় পরিদর্শন করেন। কথা বলেন বাঁওড়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
১ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৭ ঘণ্টা আগে