ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় মাছ ধরার জাল কাটা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আবু সাঈদ বিশ্বাস (৫০) নামের একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিন ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা ফারুক বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। তিন দিন আগে গোলকনগর গ্রামের মফিজ উদ্দিনের সমর্থক শাহীন বিশ্বাসের এক কর্মী মাঠে মাছ ধরার জাল ফেলে। কে বা কারা রাতে তাঁর জাল কেটে দেয়।
এসব ঘটনাকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে মসজিদের হিসাবনিকাশ বুঝিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় গোলকনগর গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে শাহীন বিশ্বাসসহ তিন ব্যক্তি ফারুক বিশ্বাসের সমর্থক আবু সাঈদকে ছুরিকাঘাতে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ নিয়ে পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয় এবং ভাঙচুর করা হয় ৫টি বাড়ি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে গোলকনগর গ্রামে সাঈদ বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শাহীন বিশ্বাস, বকু কাজী ও জোয়াদ আলী নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান।
ঝিনাইদহের শৈলকুপায় মাছ ধরার জাল কাটা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আবু সাঈদ বিশ্বাস (৫০) নামের একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিন ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা ফারুক বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। তিন দিন আগে গোলকনগর গ্রামের মফিজ উদ্দিনের সমর্থক শাহীন বিশ্বাসের এক কর্মী মাঠে মাছ ধরার জাল ফেলে। কে বা কারা রাতে তাঁর জাল কেটে দেয়।
এসব ঘটনাকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে মসজিদের হিসাবনিকাশ বুঝিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় গোলকনগর গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে শাহীন বিশ্বাসসহ তিন ব্যক্তি ফারুক বিশ্বাসের সমর্থক আবু সাঈদকে ছুরিকাঘাতে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ নিয়ে পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয় এবং ভাঙচুর করা হয় ৫টি বাড়ি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে গোলকনগর গ্রামে সাঈদ বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শাহীন বিশ্বাস, বকু কাজী ও জোয়াদ আলী নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (আমদানি করা পণ্যের মজুত স্থান) ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে রাত ৯টা পর্যন্ত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল।
২ মিনিট আগেকক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযানে বিপুল অস্ত্র, গোলা-বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে জিয়া বাহিনীর ৯ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কালারমারছড়ার সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় এ অভিযান চালানো
১৬ মিনিট আগেচট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫-এ সিনিয়র উপপরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) খলিলুর রহমান সভাপতি, সিনিয়র টেকনিক্যাল অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সহসভাপতি এবং ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ জামাল হোসেন...
২৬ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় সাত ঘণ্টা স্থবির থাকার পর আজ শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা থেকে ধীরে ধীরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বিকেল থেকে বন্ধ থাকা বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে সচল হওয়ায় পর্যায়ক্রমে ছেড়ে যাচ্ছে বাতিল হওয়া ফ্লাইটগুলো।
৩০ মিনিট আগে